প্রথমবারের মতো বিশ্ব আসরে এসেই তো তাকই লাগিয়ে দিলেন ফ্রান্সের বিস্ময় বালক কিলিয়ান এমবাপে। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবারের বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটি জিতেছেন পিএসজি এই তারকা। মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বজয়। পুরো ফ্রান্স জুড়ে দলের সাথে আনন্দে মেতে আছেন এমবাপে। সেই আনন্দ কিছুটা ভাগাভাগি করে নিচ্ছেন প্রতিবন্ধী শিশুদের সঙ্গেও। বিশ্বকাপ থেকে পাওয়া প্রাইজমানির ৫ লক্ষ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২২ লক্ষ টাকার বেশি) তিনি দান করছেন প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করা ‘প্রিমিয়ার্স ডি কার্ডিস’ নামে একটি সংস্থাকে।
সংস্থাটি প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করে। যেখানে তারা ওই শিশুদের খেলাধুলার চর্চায় সহযোগিতা করে। এমবাপে সেইসব শিশুদের প্রতি নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিশ্বকাপ থেকে প্রাপ্ত প্রাইজমানির পুরো টাকা দান করবেন সংস্থাটিকে।
বিশ্বকাপ থেকে প্রতি ম্যাচে এমবাপে পেয়েছেন ২২ হাজার ৩০০ ডলার। আর ফিনালে পেয়েছেন ৩ লক্ষ ৫০ হাজার ডলার বোনাস। পুরো টাকা তাই এমবাপে দিয়েছেন প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করা ‘প্রিমিয়ার্স ডি কার্ডিস’ সংস্থাকে। সংস্থাটির জেনারেল ম্যানেজার সেবাস্তিয়ান রুফিন বলেছেন, ‘কিলিয়ান অসাধারণ একজন ব্যক্তি। তার এ সিদ্ধান্ত আমাদের জন্য অনেক আনন্দের। শিশুদের সাথে তার সম্পর্ক খুবই চমৎকার। সে সবসময় তাদের (শিশুদের) উৎসাহ দেয়।’
বিশ্বকাপের ফাইনালে গোল করে ৭৭ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তি খেলোয়াড় পেলের রেকর্ডের পাশেও নাম লেখান এমবাপে। বিশ্বকাপে প্রথম টিনএজার হিসেবে ৬০ বছর আগে সুইডেনের বিপক্ষে ফাইনালে দুই গোল করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। তার পাশে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই রেকর্ড গড়লে পিএসজি স্ট্রাইকার এমবাপে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে গোল করে ব্রাজিলিয়ান গ্রেটের সঙ্গে অনন্য এক ক্লাবে জায়গা করে নিলেন ফ্রান্সের এই স্ট্রাইকার।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়