Sunday, July 22

কানাইঘাটে প্রবাসী কমিউনিটি নেতা কালামের বিশিষ্ট জনের সাথে শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক: আশির দশকের সিলেটের তুখোড় ছাত্রনেতা কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইতালি প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ গত শুক্রবার স্বপরিবারে দেশ এসেছেন। দেশে আসার পর তিনি দলীয় নেতাকর্মী, বিশিষ্ট জনদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। রবিবার সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ ঐতিহ্যবাহী কানাইঘাট কলেজের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন। তিনি কানাইঘাট কলেজের সার্বিক শিক্ষা কার্য্ক্রমের প্রশংসা করে বলেন, কর্মরত শিক্ষক মন্ডলীর কঠোর পরিশ্রম এবং কলেজ পরিচালনা পর্ষদের যুগান্তকারী ভূমিকার কারণে কানাইঘাট কলেজ এ অঞ্চলের মানুষের একটি গর্বের প্রতিষ্ঠানে আজ পরিণত হয়েছে। কলেজে সর্বোচ্চ পর্যায়ে ডিগ্রি থাকায় শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে এলাকাকে আলোকিত করার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখায় আমরা প্রবাসীরাও গর্ববোধ করে থাকি। এছাড়া ইতালি প্রবাসী কমিউনিটি নেতা আবুল কালামা আজাদ কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের সাথে মতবিনিময় করে কানাইঘাটের সার্বিক আইন শৃংখলার খোঁজ খবর নেন এবং থানার পুলিশ অফিসারবৃন্দ ও দলীয় নেতাকর্মী, বিশিষ্ট জন ও সুধীবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। সাবেক তুখোড় ছাত্রনেতা আবুল কালাম আজাদ বলেন, কানাইঘাটের চারিদিকে আজ অনেক পরিবর্তন হয়েছে। বিভিন্ন এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। হাজার হাজার শিক্ষার্থীরা আজ লেখা-পড়া করে এলাকাকে আলোকিত করে যাচ্ছেন। গ্রামাঞ্চলের ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। এ অর্জন আমাদের ধরে রেখে কানাইঘাটের আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে একসাথে কাজ করে যেতে হবে। 

 কানাইঘাট নিউজ ডটকম/২২জুলাই ২০১৮ ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়