Sunday, July 15

টাঙ্গাইলে জাপার ২ শতাধিক নেতাকর্মীর আ'লীগে যোগদান

কানাইঘাট নিউজ ডেস্ক: টাঙ্গাইলে জাতীয় পার্টির প্রায় দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এর হাতে নৌকা প্রতীক উপহার দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন। জেলা আওয়ামী লীগে যোগদান করেন জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কাশেম, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো.ইমরুল কায়েস খান বুলবুল, জাতীয় সৈনিক পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে মো. রস্তম আলী, মো. পারভেজ সিকদার, মো. আঃ ছাত্তার সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস আকবর খান, জেলা অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামস্ উদ্দিন, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়