নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে আহত নির্মাণ শ্রমিক ইসলাম উদ্দিন (২২) চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সকালে সিওমেক হাসপাতালে মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের পর সোমবার(২জুলাই) বাদ মাগরিব কানাইঘাট পৌরসভার বায়মপুর (লক্ষীপুর) গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। জানা যায়, বায়মপুর (লক্ষীপুর) গ্রামের মখলিছুর রহমানের পুত্র ইসলাম উদ্দিন নির্মাণ শ্রমিকের কাজ করত। গত ২৯ জুন সকাল ৯টার দিকে সে উপজেলা রোডের একটি নির্মানাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে অন্যান্য নির্মাণ শ্রমিকরা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাৎক্ষণিক নিয়া যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর ইসলাম উদ্দিনের মৃত্যু হয়।
কানাইঘাট নিউজ ডটকম/০৫জুলাই ২০১৮ ইং।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়