কানাইঘাট নিউজ ডেস্ক:
সম্প্রতি দেশের বাজারে এসেছে ১২৫ সিসির নতুন বাজাজ ডিসকভার। নতুন এই বাইক বাজারে নিয়ে এসেছে বাজাজের দেশীয় পরিবেশক উত্তরা মোর্টস লিমিটেড।
নতুন ডিসকভারের লুকে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এতে নতুন গ্রাফিক্স ও ফিচার যুক্ত করা হয়েছে।
১২৫ সিসির নতুন ডিসকভারে আগের মতই ১২৫ সিসির এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট ১২৪.৬ সিসি। এতে ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, ডিটিএস-আই, এয়ারকুল্ড ইঞ্জিন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন ১৪.৭২বিএইচপি @ ৭৫০০আরপিএম ও ১১ এনএম টর্ক @ ৫৫০০ আরপিএম ক্ষমতা উৎপন্ন করতে পারে।
নতুন ডিসকভারে এলইডি ডিআরএল সিস্টেম ব্যবহার করা হয়েছে। বাইকটির হেডলাইটের সঙ্গে এই সিস্টেম প্রথম বারের মত যুক্ত করা হয়েছে। এছাড়া টেল লাইটের ডিজাইনেও পরিবর্তন আনা হয়েছে।
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়