Wednesday, July 18

জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটের ৪ নং সাতবাঁক ইউনিয়নে অবস্থিত উপজেলার অন্যতম বিদ্যাপীঠ জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গত সোমবার(১৬জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্টিত হয়। অভিভাবক প্রতিনিধি পদের নির্বাচনে ৬জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করে ৪জন বিজয়ী হন। সবোচর্চ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন ৪নং সাতবাঁক ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর শামীম কামরুল। অন্যান্য বিজয়ীরা হলেন পর্যায়ক্রমে আলাউদ্দিন,সিদ্দিক আহমদ,এনামুল হক। ভোট গ্রহনের সময় প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কানাইঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম। 

 কানাইঘাট নিউজ ডটকম/ ১৬ জুলাই ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়