নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হাট/বাজারে ফরমালিন বিরোধী অভিযানের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে মৎস্য চাষ বিষয়ক আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও প্রামাণ্য চিত্র প্রদশর্ন রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে কানাইঘাট কলেজ ও পরবর্তী রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মৎস্য বিষয়ক বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরবর্তীতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তোলে দেওয়া হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইঘাট কলেজের অধ্যক্ষ সামছুল আলম, উপাধ্যক্ষ লোকমান হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা মৎস্য অফিসের মাঠ সহকারী বিদ্যুৎ চন্দ্র সরকার সহ কানাইঘাট কলেজ ও রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
কানাইঘাট নিউজ ডটকম/২২জুলাই ২০১৮ইং।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়