কানাইঘাট নিউজ ডেস্ক:
আজ (১৮ জুলাই) বুধবার সকাল ১১টায় কানাইঘাট দারুল উলূম দারুল হাদিস মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের ফ্রি ব্লাড গ্রুপিং' ১৮
গ্রুপিং পরবর্তী সময়ে উপজেলা সমাজ কল্যাণ পরিষদের সমাজ সেবা মূলক বিভিন্ন দিক তুলে ধরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার নায়েবে মুহতামিম মাও:আলিমুদ্দীন দুর্ভপূরীর সভাপতিত্বে ও পরিষদ সাধারণ সম্পাদক আহমদ মাসুমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
মাদ্রাসার মুহতামিম মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্টানে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আহমদ সুলেমান,৫নং বড়চতুল ইউপি’র চেয়ারম্যান আবুল হোসেন চতুলী ,
চ্যানেল এস কানাইঘাট প্রতিনিধি ও কানাইঘাট বার্তা সম্পাদক আলিম উদ্দীন আলিম, পরিষদ সভাপতি এ এ এইচ এম ইসলাম উদ্দিন, মাদরাসার শিক্ষা সচিব আল্লামা সামছুউদ্দিন দূর্লভপুরী , কানাইঘাট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো ইয়াহিয়া,জেলা যুবলীগের সহ-সম্পাদক সেলিম আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র নেতা আসাদ আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি রুমান আহমদ নোমান, উপজেলা সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মোঃইব্রাহিম আলী, অফিস সম্পাদক জাকারিয়া আহমদ সুমন,প্রকাশনা সম্পাদক জাবেদুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক আদিল চৌধুরী ক্রীড়া সম্পাদক সাঈদ বিন আফতাব,নির্বাহি সদস্য জামিল আহমদ মারুফ, মিসবাউল হক, জুনেদ আহমদ, সুমন আহমদ, সুজন আহমদ, প্রমুখ।
কানাইঘাট নিউজ ডটকম/১৮জুলাই ২০১৮ ইং।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়