নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবারের কানাইঘাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান শনিবার সকাল ১১টায় কানাইঘাট মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি এএইচএম ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মাসুমের পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান মূলাগুল হারিছ চৌধুরী একাডেমির প্রতিষ্ঠাতা সমাজ সেবী আহমদ সোলেমান, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া, কবি মোঃ আব্দুল কাহির, মহিলা কলেজের প্রভাষক আক্তার বাবুল, আক্তার ফারুক, শামীম আহমদ, সুহেল আহমদ, নাজমিন বেগম, বেলা রাণী দাস, মনসুরিয়া মাদ্রাসার শিক্ষক ফয়ছল আহমদ, প্রেসক্লাবের সহযোগি সদস্য মুমিন রশিদ। বক্তব্য রাখেন পরিষদ সহ-সাধারণ সম্পাদক আলী আহমদ, প্রকাশনা সম্পদক জাবেদুল হক হুমায়েদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আদিল চৌধুরী, অফিস সম্পাদক জাকারিয়া সুমন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিছবাহুল হক, সাহাদ, মাছনুন, সুমেল, নাছিম, নাজিম, ফয়ছল প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কানাইঘাটের সার্বিক শিক্ষার উন্নয়ন কৃতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য সংবর্ধনা পুরস্কার বিতরণসহ কানাইঘাটের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়ন সহ সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে উপজেলা সমাজ কল্যাণ পরিষদ অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে।
সভা শেষে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ প্রায় শতাধিক শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তোলে দেন অতিথিবৃন্দ।
কানাইঘাট নিউজ ডটকম/০৭জুলাই ২০১৮ ইং।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়