কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট সিটি কাপোরেশন নির্বাচনে সর্বশেষ প্রাপ্ত ফলাফলে প্রায় সাড়ে ৪ হাজার ভোটে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন কামরান প্রথম দিকে প্রাপ্ত ফলাফলগুলোতে এগিয়ে থাকলেও শেষ দিকে এগিয়ে গিয়েছেন আরিফ।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বেসরকারীভাবে এ ঘোষণা দেন নির্বাচন কর্মকর্তারা।
১১১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে কামরান পেয়েছেন ৭১ হাজার ৯৯৭ ভোট এবং আরিফ পেয়েছেন ৭৬ হাজার ৫০৫ ভোট।
এছাড়া বাকি প্রার্থীদের মধ্যে এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন ৯২৩৪ ভোট, মোয়াজ্জেম হোসেন খান পেয়েছেন ১৯৫৯ ভোট, আবু জাফর পেয়েছেন ৭৯৮ ভোট, এহসানুল হক তাহের পেয়েছেন ২৫০ ভোট এবং বদরুজ্জামান সেলিম পেয়েচেন ৫৫৩ ভোট।
মোট ভোট পড়েছে ১ লাখ ৬১ হাজার ৩শ ভোট। বাতিল হয়েছে ৬ হাজার ৩৫০ ভোট।
সূত্র:সিলেটভিউ২৪ডটকম
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়