Wednesday, July 11

কাউন্সিলর আজাদকে কানাইঘাট পৌর ছাত্রলীগের অভিনন্দন

কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় ৪র্থ বার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আজাদুর রহমান আজাদকে অভিনন্দন জানিয়েছেন, কানাইঘাট পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ। এক অভিনন্দন বার্তায় পৌর ছাত্রলীগের সহ-সভাপতি এম.আফতাব উদ্দিন, সহ-সভাপতি মনির আহমদ ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রুমেলসহ পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ কাউন্সিলর আজাদকে   মুজিবীয় শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন , আজাদুর রহমান আজাদ ৪র্থ বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়ে সিলেটের ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করে যাবেন।
 কানাইঘাট নিউজ ডটকম/১১জুলাই ২০১৮ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়