নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য হোসাইন আহমদ ও কানাইঘাট আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক খলিলুর রহমানকে একটি মামলায় আদালত জেল হাজতে প্রেরণ করেছে। গত রবিবার একটি ফৌজদারী মামলায় আদালতে তারা হাজির হলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এ দিকে আওয়ামী লীগে নেতা হোসাইন আহমদ ও খলিলুর রহমানকে জেল হাজতে প্রেরণ করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের মুক্তির দাবিতে গত রবিবার সন্ধ্যা ৭ টায় কানাইঘাট বাজারে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল পরবর্তী বাজার ত্রিমোহনী পয়েন্টে পথ সভায় কানাইঘাট পৌর কৃষকলীগ সাধারণ সম্পাদক মোঃ হারিছ উদ্দিন সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবিরের পরিচালনায় দলীয় নেতাকর্মীরা হোসাইন আহমদ ও খলিলুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা সাহেদ আহমদ, মুহিবুর রহমান, মখলিছুর রহমান পাশা, যুবলীগ নেতা নজরুল ইসলাম, মোঃ আদনান, ছাত্রলীগ নেতা সিহাব আজিজ, আরিফ আহমদ, সুলতান আহমদ, আশ্রাফ, রোমান, রফিক আহমদ খোকন, শ্রমিকলীগ নেতা জাবেদ আহমদ, জামাল আহমদ প্রমুখ।
কানাইঘাট নিউজ ডটকম/১৬জুলাই ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়