Tuesday, July 3

কানাইঘাটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের মামলায় চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট বাজারের আরাফাত ইলেক্ট্রিক এর মালিক ব্যবসায়ী কাজী এম.কামরুল হাসানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ব্যবহার করে উদ্দেশ্য মূলক অপপ্রচারের ঘটনায় সিলেট শহরের বিল্ডার্স ইলেক্ট্রিক এর মালিক কাজী সিহাব উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গৃহীত হয়েছে। জানা যায়,ইলেক্ট্রিক ব্যবসায়ী কাজী সিহাব উদ্দিন দুই মাস পূর্বে তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে অপর ইলেক্ট্রিক ব্যবসায়ী কানাইঘাটের কামরুল হাসানের ছবি ব্যবহার করে মানহানিকর পোষ্ট করে ফেইসবুকে প্রচার করেন। এঘটনায় কামরুল হাসান বিল্ডার্স ইলেক্ট্রিকের মালিক কাজী সিহাব উদ্দিনের বিরুদ্ধে গত ২৩/০৪/২০১৮ইং তারিখে সিলেট এসএমপির কোতোয়ালি মডেল থানায় জিডি মূলে মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে উদ্দেশ্যে মূলক ভাবে ছবি ব্যবহার করে কামরুল হাসানের মান সম্মান ক্ষুন্ন করার অভিযোগ প্রমানিত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনুপ কুমার চৌধুরী দঃ বিঃ ৫০১ ধারায় গত ২৬/০৫/২০১৮ইং তারিখ ব্যবসায়ী কাজী সিহাব উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ব্যবসায়ী কামরুল হাসান জানিয়েছেন,তিনি দীর্ঘদিন থেকে সিলেট শহর পরবর্তী কানাইঘাট বাজারের আরাফাত ইলেক্ট্রিক্স এর দোকান খুলে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসায়িক ভাবে তার সুনাম ক্ষুন্ন করার জন্য উদ্দেশ্যে মূলক ভাবে বিল্ডার্স ইলেক্ট্রিক্সের মালিক কাজী সিহাব উদ্দিন ফেইসবুকে আমার ছবি ব্যবহার করে মিথ্যা অপপ্রচার করে মামলা দায়েরের মাধ্যমে আমি ন্যায় বিচার পেয়েছি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়