Saturday, July 7

জমিয়তে তালাবার কাউন্সিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: জমিয়তে উলামা বাংলাদেশের ছাত্র সংগঠন জমিয়তে তালাবার কেন্দ্রীয় কমিটির কাউন্সিল শনিবার সকাল ১১টায় কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনের শুভ উদ্বোধন করেন জমিয়তে উলামার কেন্দ্রীয় প্রধান উপদেষ্ঠা দারুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী। জমিয়তে উলামার সহ-সভাপতি মাওঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামার কেন্দ্রীয় আমীর আল্লামা আলিম উদ্দিন দূর্লভপুরী বলেন, ইসলামের নাম নিয়ে অনেক বাতিল শক্তি আজ মুসলমান ও জাতির আগামী দিনের কর্ণধার ছাত্র সমাজকে নানা ভাবে বিভ্রান্ত করে যাচ্ছে। ঠিক সেই মূহুর্তে  আল্লামা মুশাহিদ বায়মপুরীর আদর্শকে ধারন করে বাতিল শক্তির বিরুদ্ধে জমিয়তে তালাবা ইসলামের সঠিক আক্বীদাকে ধারন করে ছাত্রদের হক্ব ও হক্বানিয়তের পতাকাতলে সমবেত করে যাচ্ছে। জমিয়তে তালাবার সাংগঠনিক কার্যক্রম দেশের সকল কৌমি মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি তালাবার নেতাকর্মীদের নিষ্ঠার সাথে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য আহবান জানান। জমিয়তে তালাবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওঃ আসআদ উদ্দিনের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামার কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা ছামছুদ্দীন দূর্লভপুরী, জমিয়তে উলামার কেন্দ্রীয় মহা-সচিব মাওঃ নজরুল ইসলাম তোয়াকুলী, সহ-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেইন চতুলী, মাওঃ আজমত উল্লা, সাংগঠিনক সম্পাদক মাওঃ ক্বারী হারুনুর রশিদ চতুলী, প্রচার সম্পাদক মাওঃ খালিদ আহমদ, অফিস সম্পাদক মাওঃ খালিদ সাইফুল্লাহ, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওঃ বিলাল গাজী, সহ অফিস সম্পাদক হাফিজ নজির আহমদ, জমিয়তে আনছারের সভাপতি মাওঃ রুহুল আমিন আসআদী, সাধারণ সম্পাদক মাওঃ বদরুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওঃ ক্বারী মাসুক, হাফিজ নজির আহমদ, বদরুল ইসলাম আল-ফারুক, এহসানে এলাহী, সুফিয়ান হামিদী, রফি উদ্দিন শাহিন, মাওঃ জাকির, মাওঃ কিবরিয়া, মোঃ নজরুল, মোঃ জুনায়েদ সামসী প্রমুখ। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাওঃ এমাদ উদ্দিন লাহিন কে সভাপতি ও পুণরায় মাওঃ আসআদ উদ্দিন কে সাধারণ সম্পাদক এবং মোঃ জাবির সাংগঠিনক সম্পাদক ও মাওঃ ইকরাম মাহমুদ কে প্রচার সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জমিয়তে তালাবার কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। 

কানাইঘাট নিউজ ডটকম/০৭জুলাই ২০১৮ ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়