নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০১৮ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষ্যে “মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদদের স্মরণে এক যোগে সারাদেশে ৩০ লক্ষ বৃক্ষরোপণ” কর্মসূচীর আওতায় কানাইঘাটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে। সারাদেশের ন্যায় বুধবার সকাল ১০টায় এ কর্মসূচীর অংশ হিসাবে কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। স্কুল মাঠে বিভিন্ন ফলজ-বনজ গাছের চারা রোপণ কালে নির্বাহী কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, সিনিয়র সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান সহ স্কুলের শিক্ষকবৃন্দ, সুধীজন ও শিক্ষার্থীবৃন্দ। বৃক্ষরোপণ কালে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ স্মরণে সারাদেশে একযুগে ৩০ লক্ষ বৃক্ষ রোপণ কর্ম সূচীর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে আমরা জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের মাধ্যমে দেশকে সবুজ বনায়নে পরিণত করতে বৃক্ষরোপণে সবাই কে সক্রিয় অংশ গ্রহণ করতে হবে। এছাড়া এ কর্মসূচীর আওতায় কানাইঘাটে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্ম সূচী পালন করা হয়েছে বলে জানা গেছে।
কানাইঘাট নিউজ ডটকম/১৮জুলাই ২০১৮ ইং।
খবর বিভাগঃ
কৃষি বার্তা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়