নিজস্ব প্রতিবেদক:
“স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে বৃস্পতিবার সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে কানাইঘাটে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা সদরে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্য চাষী, এনজিও কর্মী ও সুধীজনদের অংশ গ্রহণে বর্ণাঢ্য র্যালি পরবর্তী উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। র্যালি পরবর্তী পল্লী উন্নয়ন মিলনায়তনে মৎস্য সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসের মাঠ সহকারী বিদ্যুৎচন্দ্র সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, দীঘিরপার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, বক্তব্য রাখেন সুচনা প্রকল্পের উপজেলা কার্ডিনেটর জালাল উদ্দীন, সূচনা প্রকল্প এফআইডিভি এর উপজেলা কার্ডিনেটর শেখ ফরিদ, মৎস্য চাষী আব্দুল মতিন প্রমুখ। এছাড়া জাতীয় মৎস্য সপ্তাহ কানাইঘাটে যথাযথভাবে পালনের লক্ষ্যে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে গত বুধবার স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করেন মৎস্য কর্মকর্তা। মৎস্য সপ্তাহের আলোচনা সভায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সারা পৃথিবীর মধ্যে মাছ উৎপাদনে বাংলাদেশ তৃতীয় পর্যায়ে রয়েছে। আগামী ২০২২ সালের মধ্যে মাছ চাষের উৎপাদনে বাংলাদেশ যাতে করে প্রথম অথবা দ্বিতীয় হতে পারে এ লক্ষ্য মাত্রা ঠিক রেখে সরকার মৎস্য সেক্টরের উন্নয়নে যুগান্তকারী বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। মাছের লক্ষ্য মাত্রা অর্জন ও উৎপাদন বাড়াতে মৎস্য চাষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। দিন দিন মানুষ মৎস্য চাষে উদ্বুদ্ধ হচ্ছে। এ অর্জন আমাদের সবাইকে ধরে রাখতে হবে। এছাড়া কানাইঘাটের হাওর, জলাশয়, নদ-নদী ও পুকুরগুলোতে উন্নত পদ্ধতির মাধ্যমে মাছের প্রজনন বৃদ্ধি ও আমিষের চাহিদা মেটাতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান তার বক্তব্যে তোলে ধরেন।
কানাইঘাট নিউজ ডটকম/১৯জুলাই ২০১৮ ইং।
খবর বিভাগঃ
কৃষি বার্তা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়