নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ, সৃজনশীল মেধা অন্বেশণ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তন হলে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম। উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অতিথিবৃন্দ জাতীয় শিক্ষা সপ্তাহ, সৃজনশীল মেধা অন্বেশণ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তোলে দেন। এছাড়া ২০১৮ সালের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কলেজ পর্যায়ে কানাইঘাট কলেজ, মাদ্রাসা পর্যায়ে ঝিংগাবাড়ী ফাজিল মাদ্রাসা ও মাধ্যমিক পর্যায়ে মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠান প্রধান এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেণি শিক্ষক, স্কাউটস বৃন্দের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তোলে দেওয়া হয়।
কানাইঘাট নিউজ ডটকম/১৯জুলাই ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়