চাকরি প্রত্যাশীদের জন্য কানাইঘাটে প্রথমবারের মতো চালু হচ্ছে ব্যতিক্রমধর্মী 'জব কোচিং সেন্টার' সিলেট শহর থেকে আগত বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মন্ডলী কানাইঘাটের চাকরি প্রত্যাশীদের জন্য এখন থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতি এবং শুক্রবার ক্লাস নিবেন।
ভর্তি ফরম বিতরণ: ১৫ জুলাই রবিবার থেকে শুরু হয়েছে।
বিশেষ দিকসমূহ:
⇛ সপ্তাহে ২ দিন ক্লাস এবং প্রতিদিন মূল্যায়ন পরীক্ষা।
⇛ পরীক্ষা শেষে শিক্ষার্থীর ভুলগুলো চিহ্নিতকরণ সাপেক্ষে পুনরায় বুঝানো হবে এবং পূর্বে শেখা পাঠগুলো ভালভাবে মনে রাখতে পর্যালোচনা করা হবে।
⇛ অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকের পাশাপাশি সততা,দক্ষতা এবং আন্তরিকতার সহিত পাঠদান।
⇛ সকল বিষয়ের বিষয় ভিত্তিক লেকচার শীর্ট প্রদান করা হবে।
উদ্বোধনী ক্লাস:
উদ্বোধনী ক্লাস আগামী ২৭জুলাই ২০১৮ ইংশুক্রবার সকাল ১০টায় শুরু হবে।
ভর্তি সংক্রান্ত সকল তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন:-
মোবা:-০১৭২২-২৬৫৮৬০
০১৭২১-৭৭৫৯৪৩
০১৭৮২১-৫৫৪২৫
০১৭৪৩২-৫৪২২৫
খবর বিভাগঃ
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়