Wednesday, July 11

কানাইঘাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং ইউএসআইডি এর অর্থায়নে এনজিও সংস্থা সীমান্তিক নতুন দিনের উদ্যোগে বুধবার সকাল ১১টায় কানাইঘাটে র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও সংস্থার সদস্য সহ সুধীজনের অংশগ্রহণে সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালি শুরু হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। র‌্যালি পরবর্তী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ এসএস আহমদ ফারুকের সভাপতিত্বে পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার এ পতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, দীঘিরপার ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জ্যোতিষ চন্দ্র দাস, সীমান্তি নতুন দিন সিলেটের টিম লিডার আব্দুল হামিন্দ একাউন্ট অফিসার সিরাজুল ইসলাম, সুপার ভাইজার সুমন উদ্দিন চৌধুরী, এবাদুর রহমান, ফৌজিয়া রশিদ, মাহবুবা বেগম পপি, সীমান্তিক সূর্যের হাসি ক্লিনিকের কানাইঘাটে ম্যানেজার আব্বাস উদ্দিন প্রমুখ। বিশ্ব জনসংখ্যা দিবসের সভায় পরিকল্পিত পরিবারের উপর গুরুত্বারোপ করা হয় এবং সেই সাথে কানাইঘাটে পরিবার পরিকল্পনা কার্যক্রম এগিয়ে নিতে সকল মহলের সহযোগিতা কামনা করা হয়। পরিকল্পিত পরিবার ও মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কানাইঘাটে সীমান্তিকের নতুন দিন সহ অন্যান্য এনজিও সংস্থার কার্যক্রমের প্রশংসা করেন সচেতন মহল।
 কানাইঘাট নিউজ ডটকম/১১জুলাই ২০১৮ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়