কানাইঘাট নিউজ ডেস্ক:
ফুটবলের জাদুকর ও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। পুরো বিশ্ব জুড়ে তাঁর ভক্ত সমর্থকদের একটাই চাওয়া তাঁকে কাছে থেকে দেখা। বাংলাদেশের মানুষের মেসি ও তাঁর দেশ আর্জেন্টিনার প্রতি যে ভালোবাসা রয়েছে সেটা পুরো বিশ্ব জেনেছে এবারের বিশ্বকাপে। আর এই মেসিই কিনা বাংলাদেশে আসছেন!
মেসি বাংলাদেশে আসছেন। তবে কোন ম্যাচ খেলতে নয়। মেসি ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কক্সবাজারের শরণার্থী শিবির পর্যবেক্ষণের জন্যই তিনি বাংলাদেশে আসবেন। খোঁজ খবর নিয়ে জানা গিয়েছে মেসি চলতি মাসের ২২ তারিখ বাংলাদেশে আসছেন। ৪ ঘণ্টার মতো সময় দিবেন তিনি কক্সবাজারে।
মেসির বাংলাদেশে আসা নিয়ে উইনিসেফ বাংলাদেশের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে বাংলা ইনসাইডার। আজ শুক্রবার থাকায় তাঁদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়