Friday, July 6

কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারিতে চলছে বেআইনি কর্মকান্ড

কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারি। ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারিতে নানা ধরনের বেআইনি কর্মকান্ডে অতিষ্ট হয়ে উঠেছেন পাথর ব্যবসায়ী ও পাথর বহনকারী নৌকার মালিকরা। কোয়ারি কেন্দ্রিক একটি প্রভাবশালী চক্র বতর্মানে নানা ভাবে পাথর ব্যবসায়ী ও পাথর বহনকারী লঞ্চ, বলগেট সহ ইঞ্জিন চালিত নৌকাগুলি থেকে নামে বেনামে উৎকোচ আদায় করছে বলে ব্যবসায়ীসহ ভূক্তভোগিরা জানিয়েছেন। পাথর ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা নিয়মিত ভাবে পাথর কোয়ারির ইজারাদার কে রয়্যালটি দিয়ে আসছেন। কিন্তু তারপরও পাথর কোয়ারির লোভা নদীর মূলাগুল নয়াবাজার খেয়াঘাটের পারাপারের ইজারাদার স্থানীয় সাউদগ্রামের হাসিম আলীর পুত্র আলতাই কোয়ারি এলাকায় একটি বাহিনী গঠন করে সম্পূর্ণ বেআইনি ভাবে কোয়ারি থেকে পাথর বহন করে দেশের বিভিন্ন জায়গায় নদীপথে চলাচলের ইঞ্জিন চালিত লঞ্চ, বলগেট, ষ্টীল নৌকা সহ ছোট নৌকা থেকে ৫০০/২০০টাকা হারে উৎকোচ আদায় করছে। পাথর বোঝাই ইঞ্জিন চালিত বাহনের শ্রমিক ও পাথর ব্যবসায়ীরা তাদের দাবিকৃত উৎকোচের টাকা না দিলে খেয়াঘাটের ইজারাদার আলতাইর লোকজন অনেক সময় পাথর বহনকারী শ্রমিকদের মারধর পর্যন্ত করে থাকে বলে নৌকার মালিক ও পাথর ব্যবসায়ীরা জানিয়েছেন। তাদের অভিযোগ কোয়ারির ইজারাদারকে রয়্যালটি টাকা প্রদান সহ আরো কিছু জায়গায় পাথর ব্যবসায়ী ও ইঞ্জিন চালিত নদীপদের বাহনগুলির মালিকরা টাকা প্রদান করে থাকেন। কিন্তু সম্পূর্ণ বেআইনিভাবে নদী পারাপারের খেয়াঘাটের ইজারাদার আলতাই ও তার লোকজন জোরপূর্বক ভাবে কোয়ারির সমস্ত পাথরবাহী নদী পথের বাহন থেকে ফাড়াগাথির নামে উৎকোচ আদায় করে আসছে। এতে ব্যবসায়ীরা বাধা প্রদান করলে তাদের পাথরবাহী নৌকাগুলি আটক করে রাখা হয়। এব্যাপারে তদন্ত পূর্বক মূলাগুল নয়াবাজারের খেয়াঘাটের ইজারাদার আলতাই গংদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন পাথর ব্যবসায়ী ও পাথরবাহী নৌকার মালিকরা। খেয়াঘাটের ইজারাদার আলতাইর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি লোভা নদীর মূলাগুল নয়াবাজার খেয়াঘাটের বৈধ ইজারাদার। আমার নদীর ঘাটের আশপাশ এলাকায় পাথর বহনকারী নৌকাগুলি থেকে ফাড়াগাথির টাকা আদায় করছি বৈধভাবে। 

কানাইঘাট নিউজ ডটকম/০৬ জুলাই ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়