কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট-জকিগঞ্জে সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া অনলাইন ভিত্তিক সংগঠন প্রবাসী সিলেটী মুজিব সৈনিক সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের প্রধান উপদেষ্ঠা সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী কৃষিবিদ নিজাম উদ্দিন আহমদ চৌধুরী এবং উপদেষ্ঠা যুক্তরাজ্য প্রবাসী বৃষ্টলের বিশিষ্ট ব্যবসায়ী এ.কে.এম শামসুজ্জামান বাহারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের আর্থিক সহযোগিতায় রবিবার(১জুলাই) কানাইঘাট-জকিগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা
সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ,জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজাদ সেনাজ,কানাইঘাট পৌর ছাত্রলীগের সহ-সভাপতি এম.আফতাব উদ্দিন,মনির আহমদ,যুবলীগ নেতা মামুন রশীদ,মহানগর ছাত্রলীগ নেতা আবছার আলম,ছাত্রলীগ নেতা আরিফ আহমদ,ফয়সল আহমদ,শাহিদ রাসেল,আর.কে রেজা,এ.কে.এম খোরশেদ অালম প্রমূখ।
উল্লেখ্য যে,পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুজিব আদর্শের নেতৃবৃন্দ অনলাইন ভিত্তিক "প্রবাসী সিলেটি মুজিব সৈনিক সংগঠন" সৃষ্টি করে গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও দারিদ্র্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে দীর্ঘদিন থেকে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
কানাইঘাট নিউজ ডটকম/ডেস্ক/০১জুলাই ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়