নিজস্ব প্রতিবেদক:
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে কানাইঘাট সড়কের বাজারে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে নিষিদ্ধ কারেন্ট জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে বাজারে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ১০ কেজি কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং। অভিযানের সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান।
কানাইঘাট নিউজ ডটকম/২৪জুলাই ২০১৮ ইং।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়