Wednesday, June 13

কানাইঘাটে আকষ্মিক বন্যা ! সুরমা নদীর পানি বিপদসীমার উপরে

নিজস্ব প্রতিবেদক: 
উজান নেমে আসা পাহাড়ী ঢলে কানাইঘাটে আকষ্মিক বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। বুধবার সকালের দিকে  উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে হঠাৎ করে এ বন্যা দেখা দেয়।  সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী বিভিন্ন ডাইক ভেঙ্গে যে কোন সময় তলিয়ে যেতে পারে ।  নদীর
তীরবর্তী এলাকার লোকজন তাদের বাড়ী ঘরে আতংকের মধ্যে রয়েছেন। নিম্নাঞ্চল প্লাবিত থাকায় লোকজন পানিবন্দি হয়ে পড়েছেন। কানাইঘাট দক্ষিণ  এবং পূর্ব বাজার পানিতে তলিয়ে যাওয়ায় ঈদের কেনাকাটায় আসা নারী ও শিশুরা বিপাকে  পড়েছেন। এ ছাড়াও পৌরসভাস্থ ১ নং ওয়ার্ডের বায়মপুর, ২নং ওয়ার্ডের রামপুর গ্রামের ভিতর দিয়ে পানি ঢুকার খবর পাওয়া গেছে। ইতিমধ্যে উপজেলার চাতল হাওড় সহ সবকটি হাওড়ে বানের পানি ঢুকতে শুরু করছে। পানি ক্রমেই বাড়ার কারণে গৌরিপুর, কান্দেবপুরে নব নির্মিত সুরমা ডাইক নিয়ে চিন্তিত রয়েছেন এলাকার মানুষ।

কানাইঘাট নিউজ ডটকম/১৩ জুন ২০১৮ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়