Saturday, June 9

কানাইঘাটে জাতীয় পার্টির ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের যৌথ উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা শনিবার বিকেল ৫টায় ইউনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উপজেলা জাপার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান বারাকাতের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জাপার সদস্য ও সিলেট জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ বলেন, মাহে রমযান মানুষের মধ্যে পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে এ মাসে ইবাদত গ্রহণের মাধ্যমে জীবনের সমস্ত গোনাহ মাফ করার জন্য বেশি করে তাকওয়া অর্জন করতে হবে। তিনি জাপাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন পল্লীবন্ধু এরশাদ কে আগামীদিনের ক্ষমতায় আনতে হলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সংগঠনের নেতাকর্মীদের এখনই মাঠে-ময়দানে নির্বাচনীয় প্রচারণায় নেমে পড়ার আহ্বান জানান। উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাপার সদস্য যুক্তরাজ্য জাপার যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন হেলাল, যুক্তরাজ্য জাপার সদস্য সচিব সাহেদ আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম তাফাদার, দৈনিক ভোরেরপাতা পত্রিকার সিলেট ব্যুারো জয়নাল আবেদীন। উপজেলা জাপা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আফজাল হোসেন, আলমাছ উদ্দিন, মানিক উদ্দিন, ইসলাম উদ্দিন, সেলিম আহমদ প্রমুখ। দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। 

কানাইঘাট নিউজ ডটকম/০৯জুন ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়