Sunday, June 3

কানাইঘাট থানার অফিসারদের মধ্যে অফিস স্টেশনারি সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশের সকল অফিসারদের মধ্যে মামলার তদন্ত সহায়ক অফিস স্টেশনারি  সামগ্রী বিতরণ করা হয়েছে। সিলেট পুলিশ সুপার এর তহবিল থেকে প্রাপ্ত অনুদান দিয়ে অফিসারদের জনপ্রতি ১৫ ধরনের তদন্ত সহায়ক উপকরণ প্রদান করা হয়। গত শনিবার রাত ১১টায় থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ তার অফিস কক্ষে এসব তদন্ত সহায়ক সামগ্রী পুলিশ অফিসারদের মধ্যে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন থানার ওসি তদন্ত নুনু মিয়া কানাইঘাট পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ সাংবাদিকবৃন্দ। এছাড়াও গত মে মাসে থানা পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা ও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ডিআইও ১ আলমগীর হোসেন, এএসআই সুফিয়ান (ডিএসবি) ও মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল সহ দায়িত্ব পালনে তৎপর থাকায় কানাইঘাট থানার এএসআই খোরশেদ আলমকে ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেন থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ। প্রথমবারের মতো অফিসারদের মধ্যে তদন্ত সহায়ক উপকরণ সহ কানাইঘাট থানার মনোগ্রাম সম্বলিত ডায়রী প্রদান করে কাজের গতিশীলতা বৃদ্ধি করতে আব্দুল আহাদ এ ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়াও প্রতিমাসের কাজের গুণগত মান পর্যালোচনা করে অফিসারদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে বলেও জানাগেছে। 

কানাইঘাট নিউজ ডটকম/০৩জুন ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়