কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এবং মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ,সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানসহ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন কানাইঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন ও পৌর ছাত্রদলের আহবায়ক আর এ বাবলু। সোমবার তারা এক বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন,
রাজনীতির ক্রান্তিকালে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। এজন্য ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তারা অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তি ও ইলিয়াস আলী’র সন্ধানের আন্দোলনসহ সকল কর্মসূচীতে নবগঠিত জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন ।
কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/১৮জুন ২০১৮ ইং
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়