Thursday, June 7

কানাইঘাটে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে আনন্দঘন,অনাড়ম্ভর পরিবেশে পাঠক নন্দিত জাতীয় দৈনিক যায়যায়দিনের ১৩ বছর পূর্তি অনুষ্ঠান কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার(৬জুন) রাত ১০টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,পেশাজীবী সংগঠন ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে কেক কাটা অনুষ্ঠানে সূধীজন বলেন,যায়যায়দিন এ দেশের গণমানুষের একটি প্রিয় দৈনিক পত্রিকা। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি দিনদিন পাঠক নন্দিত হচ্ছে। যায়যায়দিনের পথচলা আগামীদিনের আরো মসৃণ হোক এ প্রত্যাশা সবাই করেন। যায়যায়দিনের কানাইঘাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন,সিলেট জেলা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী হাজী জসিম উদ্দিন,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান,কানাইঘাট সদর ইউপি আওয়ামী লীগের আহবায়ক হোসেন আহমদ,জেলা যুবলীগের সদস্য সাবেক ছাত্রনেতা আব্দুল হেকিম শামীম,যুব ও ক্রীড়া সংগঠক পৌর আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক নাজমুল ইসলাম হারুন,কেন্দ্রীয় সেচ্ছাসেবক পার্টির সদস্য কিএম ফররুখ আহমদ ফারুক,আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দিন,পৌর কাউন্সিলর ইসলাম উদ্দিন,বাউল শিল্পি দেওয়ান কালা মিয়া,উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক,সাবেক আহবায়ক মীর আব্দুল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম,বর্তমান আহবায়ক রুহুল আমিন,শ্রমিক নেতা জুনেদ হাসান জীবান,আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন,আমিনুল ইসলাম, এবাদুর রহমান মজই,ছাত্রলীগ নেতা জামিল আহমদ জুয়েল,ইয়াহইয়া ডালিম,যুবলীগ নেতা নজরুল ইসলাম,কানাইঘাট প্রেসক্লাবের ক্রীড়া সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ,সদস্য শাহীন আহমদ,আলা উদ্দিন,সহযোগি সদস্য মুমিন রশীদ প্রমুখ। 

 কানাইঘাট নিউজ ডটকম/০৭জুন ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়