Tuesday, June 19

কানাইঘাটে বন্যা দূর্গতদের মাঝে এমপি সেলিমের ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দিঘীরপার ও সাতবাঁক ইউপির বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ দুইটি ইউনিয়নের সমস্ত গ্রামীণ রাস্তাঘাট অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও প্রত্যন্ত এলাকার বাড়ী ঘর বানের পানিতে তলিয়ে গেছে। এদিকে বন্যা দূর্গত এলাকার পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন। তিনি মঙ্গলবার দিনভর কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল, ৬নং সদর ও ৩নং দিঘীরপার ইউপির বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে সার্বিক ক্ষয়ক্ষতি দেখার পাশাপাশি এ তিনটি ইউপির বন্যা দূর্গতদের মধ্যে পৃথক ত্রাণ সামগ্রী শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ টেবলেট বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণকালে সেলিম উদ্দিন এমপি বলেন, পাহাড়ী ঢলের কারণে সৃষ্ট বন্যায় কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। আমি নির্বাচনী এলাকা পরিদর্শন করে বন্যায় সার্বিক ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করে যাচ্ছি। ইতিমধ্যে কানাইঘাটে সরকারি ভাবে ২৭ মেট্রিক টন  চাল  বরাদ্ধ দেওয়া হয়েছে। যাহা বন্যা দূর্গত এলাকায় বিতরণ করা হচ্ছে। আরো ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বরাদ্ধের জন্য ত্রাণ মন্ত্রীসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। পানিবন্দি একজন মানুষও না খেয়ে মরবে না, বলে তিনি জানান।  তিনি আরো বলেন,
প্রাকৃতিক দূর্যোগে কাহারো হাত নেই, তবে সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার অত্যন্ত আন্তরিক। বন্যা পরবর্তী নদী ভাঙ্গনরোধ, ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার কাজ এবং যারা বাড়ী ঘর হারিয়েছেন তাদেরকে পুনঃবাসিত করা হবে। ইতিমধ্যে নদী ভাঙ্গনরোধে নির্বাচনীয় এলাকায় ৩’শ কোটি টাকা বরাদ্ধ প্রক্রিয়া রয়েছে এবং আরো
৩হাজার কোটি টাকা নদী ভাঙ্গন প্রতিরোধে পর্যায়ক্রমে একনেকে পাস করা হবে বলে সেলিম উদ্দিন এমপি তার বক্তব্যে বলেন। পৃথক ত্রাণ সামগ্রী বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলাম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম,জেলা জাপার সিনিয়র সহ-সভাপতি আব্দুস শহিদ লষ্কর বশির,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, পৌর আওয়ামী  লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, জেলা জাপা নেতা আলা উদ্দিন মামুন,কিউ.এম.ফররুখ আহমদ ফারুক, সাবেক ছাত্র নেতা শাবি-প্রবি কলেজ পরিদর্শক তাজিম উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
শীর্ষেন্দু পুরকায়স্ত, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন, সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ, দিঘীরপার ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা ত্রাণ বিতরনকালে উপস্থিত ছিলেন। বন্যা দূর্গত এলাকা পরিদর্শনের সময় জনপ্রতিনিধিরা তাদের এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি চিত্র তোলে ধরেন এমপি সেলিম উদ্দিনের কাছে। 

কানাইঘাট নিউজ ডটকম/১৯জুন ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়