নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে বৃহস্পতিবার সকাল ৭টায় মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা পেশাদার চোর লায়েক উদ্দিন(২২)নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন। পূর্বে কয়েকবার কানাইঘাট বাজার,সড়কের বাজার,চতুল বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে মালামাল চুরি করার সময় কানাইঘাট পৌরসভার রামপুর গ্রামের হোসেন আলীর পুত্র কুখ্যাত চোর লায়েক গ্রেফতার হয়। জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় দলবল নিয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙ্গে মালামাল চুরিতে লিপ্ত থাকে লায়েক। জানা যায়,পবিত্র রমজান মাসে সেহরি খেয়ে যখন সবাই ঘুমের ঘোরে থাকেন তখনই চোর লায়েক ও তার সহযোগিরা ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল চুরিতে লিপ্ত থাকে। সম্প্রতি কানাইঘাট বাজারে ৩/৪টি দোকানের মালামাল চুরির সাথে গ্রেফতারকৃত লায়েক জড়িত রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টায় লায়েক তার কয়েকজন সহযোগিকে নিয়ে বাজারের রশিদ ম্যানশনের ব্যবসায়ী বশির আহমদের গোডাউনের সাটারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ও নোয়াম সেন্টারের দ্বিতীয় তলায় মো:রানা মিয়ার মোবাইল ইঞ্জিনিয়ার দোকানের তালা ভেঙ্গে বেশ কয়েকটি মোবাইল সেট চুরি করে নিয়ে যাওয়ার সময় বাজারের নৈশ প্রহরীরা চোরদের দাওয়া দেন। এ সময় চোর লায়েক সুরমা নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যাওয়ার সময় রামপুর গ্রামে গিয়ে স্থানীয় জনতা তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে এক জোটা নকল চাবি,তালা ভাঙ্গার সরঞ্জাম,কয়েকটি চোরাই মোবাইল সেট ও কয়েক কল্লি সিগারেট উদ্ধার করা হয়। তার সহযোগিরা পালিয়ে যায়। এঘটনায় বাজারের ব্যবসায়ী বশির আহমদ বাদী হয়ে পুলিশের হাতে আটক পেশাদার চোর লায়েক আহমদের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত নাম ৬/৭ জনের বিরুদ্ধে বাদী হয়ে থানায় গতকাল অভিযোগ দায়ের করেছেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানিয়েছেন,গ্রেফতারকৃত চোর লায়েককে পুলিশি জিজ্ঞাসাবাদ করে তার সহযোগিদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।
কানাইঘাট নিউজ ডটকম/০৭জুন ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়