নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির নয়া বাজারে পাহাড়ী জলধারা লোহাজুরী খাল ভরাট করে সরকারি ভূমির উপর অবৈধ ভাবে নির্মাণ করা দোকানপাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং থানা পুলিশের সহায়তায় ভেঙ্গে ফেলার পর পুনরায় সেখানে দোকানপাট নির্মাণ করা হয়েছে। এ নিয়ে স্থানীয় জনমনে ক্ষোভ বিরাজ করছে। দোকানপাট উচ্ছেদ করার পর পুনরায় অবৈধ দখলধাররা সেখানে একাধিক দোকান নির্মাণ করায় মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে এলাকাবাসীর পক্ষে মিকিরপাড়া গ্রামের আব্দুল ওকিল বাদী হয়ে পুনরায় উচ্ছেদ অভিযান চালানোর জন্য অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে জানা যায়, স্থানীয় লোকজনদের বাধা উপেক্ষা করে এরালীগুল গ্রামের আলাউদ্দিন (মড়ই) সহ বেশ কয়েকজন পাহাড়ী লোহাজুরী নদীর একাংশ বরাট করে সরকারি খাস খতিয়ানের ভূমির উপর অবৈধ ভাবে একাধিক দোকানপাট নির্মাণ করেন। লোহাজুরী খাল দখল করে পানী নিষ্কাশন বন্ধ করে দোকানপাট নির্মাণ করায় দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাহাব উদ্দিন এক স্মারকে গত ২৪/০৫/২০১৮ইং তারিখে আলাউদ্দিনসহ ১২জনের বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা দায়েরের জন্য এসিল্যান্ডের বরাবরে প্রতিবেদন পাঠান। প্রতিবেদনের আলোকে গত সোমবার এসিল্যান্ড লুসিকান্ত হাজং সরজমিনে নয়া বাজার পরিদর্শন করে লুহাজুরী খাল বরাট করে সরকারি ভূমির উপর নির্মাণকৃত দোকানপাট আংশিক ভেঙ্গে ফেলেন এবং খালের বাঁধ কেটে দিয়ে এলাকার জলাবদ্ধতা দূর করেন। স্থানীয়রা জানিয়েছেন, অভিযান চলাকালে আলাউদ্দিন মড়াই সহ অবৈধ দখলধাররা তাদের দোকানপাট ২৪ঘন্টার মধ্যে সেখান থেকে সরিয়ে ফেলবেন বলে এসিল্যান্ডকে কথা দেন। কিন্তু এসিল্যান্ড স্যার ঘটনাস্থল থেকে চলে যাবার পর পুনরায় সেখানে আবারো দোকানপাট নির্মাণ করে অবৈধ দখলধাররা। এব্যাপারে সহকারী কমিশনার ভূমি লূসিকান্ত হাজং এর সাথে কথা হলে তিনি বলেন, লোহাজুরী খাল বরাট করে বাঁধ ভেঙ্গে ফেলাসহ সেখানে গড়ে উঠা কিছু দোকানপাট আমি গত সোমবার পুলিশের সহায়তায় উচ্ছেদ করেছি। পুনরায় সেখানে অবৈধ স্থাপনা কেউ নির্মাণ করলে উচ্ছেদ করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কানাইঘাট নিউজ ডটকম/০৫জুন ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়