Friday, June 8

হবিগঞ্জে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

কানাইঘাট নিউজ ডেস্ক: হবিগঞ্জে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াদ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। রিয়াদ হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের জিতু মিয়ার ছেলে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক এই তথ্য জানান। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে রিয়াদ তার বাড়ির চালের ওপর উঠে আর্জেন্টিনার পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়