Sunday, June 24

সাংবাদিকদের সাথে কানাইঘাট সমাজ কল্যাণ পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা

কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গত শনিবার(২৩জুন) পরিষদের কার্যালয়ে আয়োজন করা হয় কানাইঘাটের সমস্যা সম্ভাবনা শীর্ষক "রাউন্ড টেবিল ক্লাব উইথ মিডিয়া" শিরোনামের মতবিনিময় সভা। পরিষদের সভাপতি এ এইচ এম ইসলাম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মাসুমের পরিচালনায় এতে অংশ নেন কানাইঘাটের বিভিন্ন পত্রিকার সম্পাদক, প্রতিনিধি, রিপোর্টার সহ সাংবাদিক নেতৃবৃন্দ। পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আদিল চৌধূরীর মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদ সাধারণ সম্পাদক আহমদ মাসুম। পরে তার বক্তব্যের উপর অভিব্যাক্তি মূলক বক্তব্য রাখেন চ্যানেল এস, দৈনিক শুভ প্রতিদিনের কানাইঘাট প্রতিনিধি ও কানাইঘাট বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলিম উদ্দীন আলিম, অনলাইন কানাইঘাট টিভি ও কানাইঘাট নিউজের সম্পাদক মাহবুবুর রশিদ, দৈনিক সবুজ সিলেট পত্রিকার কানাইঘাট প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক সিলেটের ডাক পত্রিকার কানাইঘাট প্রতিনিধি মোঃ আলাউদ্দীন, দৈনিক আমাদের সময় ও যুগভেরী পত্রিকার কানাইঘাট প্রতিনিধি সুজন চন্দ অরুপ, দৈনিক জালালাবাদ পত্রিকার কানাইঘাট প্রতিনিধি শাহিন আহমদ, দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার কানাইঘাট প্রতিনিধি মুমিনুর রশিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম আলী, প্রকাশনা সম্পাদক জাবেদুল হক হোমায়েদ, অফিস সম্পাদক জাকারিয়া আহমদ সুমন প্রমুখ। সভায় যাতায়াত-যোগাযোগ, নেতৃত্ব ও তরুণ সমাজে সামাজিক মূল্যবোধহীনতাকে প্রধান সমস্যা এবং মিডিয়া ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কানাইঘাটি ছাত্র সমাজকে সম্ভাবনা হিসাবে চিহ্নিত করা হয়।

কানাইঘাট নিউজ ডটকম/ডেস্ক/২৪জুন ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়