নিজস্ব প্রতিবেদক:
সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহিম ’হেডস্যার’আর
নেই (ইন্না…রাজিউন)।
শুক্রবার(৮জুন) রাত্রে সিলেট নগরীর একটি
হাসপাতালে সবাইকে ছেড়ে প্রিয় স্যার না ফেরার দেশে চলে যান।
প্রিয় স্যারের মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে,দুই মেয়ে, আত্নীয় স্বজন ও শিক্ষার্থীসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বিকেল ২টায় আব্দুর রহিম স্যারের জানাযা'র নামাজ দরবস্ত বাজার মসজিদ প্রাঙাগণে অনুষ্ঠিত হবে।
একজন আব্দুর রহিম স্যার:
আব্দুর রহিম স্যার ! ’হেডস্যার’ নামেই যিনি সমধিক পরিচিত সবার কাছে। আব্দুর রহিম স্যার ১৯৪৫ সালে ছাতারখাই
গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো: হাবিবুল্লাহ। তিনি ছাতারখাই
সরকারি প্রাথমিক ও আগফৌদ নারায়ইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পাঠশালার
শিক্ষা সমাপ্তির পর সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬১ সালে
তিনি এ বিদ্যালয় হতে মেট্রুকুলেশন পাশ করে মদন মোহন কলেজে ভর্তি হন। ১৯৬৩
সালে তিনি এ কলেজ থেকে আ.ই. এবং বি.কম. সমাপ্ত করেন। এরপর তিনি গাছবাড়ী
মডার্ণ একাডেমিতে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৭১ সালে
মুক্তিযুদ্ধের সময় তিনি সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক
হিসেবে হাল ধরেন। এরপর একটানা প্রায় ৪০ বছর সফলতার সাথে প্রধান শিক্ষকের
দায়িত্ব পালন করে ২০১০ সালে অবসর গ্রহণ করেন। তিনি তথাকথিত শুধু একজন
’মাস্টরসাব’ ছিলেন না , ছিলেন শিক্ষাবিদ ও একজন সংস্কারকও।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়