Friday, June 8

কানাইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের উদ্যোগে এক ইফতার,আলোচনা সভা ও  দোয়া মাহফিল  শুক্রবার বিকেল ৫টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অন্যতম পরিচালক আব্দুর রহমানের সভাপতিত্বে ও বশিরুল হকের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কানাইঘাট পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন,কানাইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমদ হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,দৈনিক ভোরের পাতার সিলেটের ব্যুরো চীফ জয়নাল আবেদিন,সাংবাদিক আলিম উদ্দিন,শাহীন আহমদ,কানাইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অন্যতম পরিচালক কানাইঘাট নিউজ ডট.কমের সম্পাদক মাহবুবুর রশিদ,কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান,প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রশিদ আহমদ, প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক আমিনুল ইসলাম,মাও: আলিম উদ্দিন,আশিক উদ্দিন।
 এছাড়াও কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিলাল উদ্দিন, শহীদুল্লাহ সিদ্দীকি,জামাল উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল লতিফ। আলোচনা সভায় কারিগরি শিক্ষার উপর সবাই গুরুত্বআরোপ করে বলেন,চাকরিসহ সকল ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। কানাইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পৌর এলাকায় প্রতিষ্ঠা করায় পরিচালনা পর্ষদের সবাইকে ধন্যবাদ জানান সূধীবৃন্দ। এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সকলের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

কানাইঘাট নিউজ ডটকম/০৮জুন ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়