Friday, June 15

কানাইঘাটের রাজিয়ার ঈদ করা হলো না

নিজস্ব প্রতিবেদক: নতুন কাপড় পরে ঈদ করা হলো না কানাইঘাটের দরিদ্র বৃদ্ধা রাজিয়া বেগমের। ভাইয়ের বাড়ি থেকে নতুন একটি শাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয় রাজিয়া বেগমের। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে কানাইঘাট-চতুল সড়কের হখারাই গ্রামের পাশে। জানা যায়, কানাইঘাট বড়চতুল ইউপির বড়চতুল গ্রামের দরিদ্র জমশেদ আলীর স্ত্রী রাজিয়া বেগম (৫৫) শুক্রবার তার পিত্রালয় স্থানীয় রায়পুর গ্রামে যান। ভাই হারিছ উদ্দিন বোনকে ঈদের জন্য একটি নতুন শাড়ি দেন। সেই শাড়ি নিয়ে সিলেট ১১-১৮৮৩ নং লেগুনা গাড়িযোগে স্বামীর বাড়ি ফেরার পথে পথিমধ্যে চলন্ত লেগুনা থেকে ছিটকে পড়ে রাজিয়া বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্র্তব্যরত চিকিৎসকগণ রাজিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, রাজিয়া বেগমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় লেগুনা চালক দায়ী। সে রাজিয়া বেগমকে গাড়িতে তুলে গন্তব্যস্থানে নামিয়ে না দিয়ে অনেক দূর চলে যাওয়ার পর রাজিয়া বেগম গাড়ি থামানোর জন্য চিৎকার দিলেও লেগুনা চালক গাড়ি না থামানোর কারণে তিনি ছিটকে পড়ে মর্মান্তিকভাবে মারা যান। ঘটনার পর থেকে অজ্ঞাত লেগুনা চালক পলাতক রয়েছে। পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। 

কানাইঘাট নিউজ ডটকম/১৫জুন ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়