Tuesday, June 5

কানাইঘাটে নৌকা ডুবে নিখোঁজের ১০দিন পর শিশুর লাশ উদ্ধার

কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট সুরমা নদীতে নৌকা ডুবে নিখোঁজের ১০দিন পর শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার(৫জুন) বেলা দেড়টার দিকে কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা গেইট সংলগ্ন সুরমা নদী থেকে শিশু মোশাহিদের গলিত লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা তার গলিত লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ও স্বজনরা এসে তার লাশ উদ্ধার করেন। এবং পরিবারের লোকজনের মতামতে শিশু মোশাহিদের লাশ দাফন করা হয়েছে। 

উল্লেখ্য, ১০দিন পুর্বে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কুওরঘড়ি মন্দিরের ঘাটস্থ সুরমা নদীতে পাথরবাহী বলগেটের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে শিশু মোশাহিদ নিখোঁজ হয়। আহত হন প্রায় ৮জন এদের মধ্যে কুওরঘড়ি গ্রামের কয়ছর আহমদের স্ত্রী হাসনা বেগম নামের এক যাত্রী বলগেটের আঘাতে রক্তাক্ত গুরুতর আহত হয়। এ সময় তার তার কোলে থাকা ৮ মাসের শিশু পুত্র মুশাহিদ পানিতে ডুবে যায়। 


কানাইঘাট নিউজ ডটকম/০৫ জুন ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়