নিজস্ব প্রতিবেদক:
কাতার প্রবাসী কানাইঘাট উপজেলার ছত্রনগর গ্রাম নিবাসী মাছুম আহমদের নিজ উদ্দ্যেগে দীঘিরপার ইউনিয়নের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার দিনব্যাপী ইউপির বন্যা দুর্গত গ্রাম মাটিজুরা, ছত্রনগর, মৌনগর, মাঝের গ্রাম, দক্ষিন ঠাকুরের মাটি গ্রামের ৩শত পরিবারের মধ্যে প্রবাসীর অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিঙ্গান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তাজিম উদ্দিন,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম মামুন উদ্দিন,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা রাসেল,উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক জহির উদ্দিন,ইউপি সদস্য রমিজ উদ্দিন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মাহমুদ ছাবিল,বাংলাদেশ ছাত্রলীগ বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ-সভাপতি তন্ময় শুভ্র, ছাত্রনেতা তাহের চৌধুরী সহ গণ্যমান্য এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। ত্রাণ বিতরণ কালে সাবেক ছাত্রনেতা তাজিম উদ্দিন প্রবাসী মাছুম আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শুধুর প্রবাসে থেকে বন্যাদুর্গত এলাকার পানিবন্ধি অসহায় মানুষের পাশে দাড়িয়ে আর্থ-মানবতার কল্যাণে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা এলাকার মানুষ সবসময় স্মরণ রাখবে। তিনি বন্যা দুর্গত এলাকার অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য প্রবাসীসহ সমাজের ভিত্তবান লোকজনদের এগিয়ে আসার আহবান জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়