কানাইঘাট নিউজ ডেস্ক:
বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারানোয় প্রেমিকের প্রস্তাবে তৎক্ষণাত সাড়া দিলেন এক মেক্সিকান প্রেমিকা। প্রথম থেকে দারুণ আক্রমণাত্মক ও গোছালো ফুটবল খেলে রোজালেনের একমাত্র গোলে জার্মানদের হারিয়েছে মেক্সিকো।
রাশিয়ায় এদিন দুপুরে গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মেক্সিকো ও চারবারের চ্যাম্পিয়ন জার্মানি।
খেলা শেষে একটি ভিডিও প্রকাশ করেছে ইএসপিএন ফ্যান ক্লাব। এতে দেখা যাচ্ছে নিজ দেশের জয়ের আনন্দে ভক্তদের সামনেই হাঁটু গেঁড়ে বসে পকেট থেকে আংটির বক্স বের করে প্রেমিকাকে প্রেম নিবেদন করছেন এক যুবক। প্রেমিকাও সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়ে করলেন আলিঙ্গনাবদ্ধ। আর প্রেমের মধুর পরিণতি হয় জনসম্মুখে দীর্ঘ চুম্বনের মধ্যদিয়ে। চারপাশের শুভাকাঙ্ক্ষীরা জোর করতালি ও সিটি বাজিয়ে অভিনন্দিত করেন প্রেমিক যুগলকে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়