নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ,সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, স্বাধীনতা পরবর্তী অবহেলিত যোগাযোগ বিচ্ছিন্ন কানাইঘাটের পূর্বাঞ্চলে আজ উন্নয়নের জোয়ার বইছে। এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা, ব্রীজ, কালভার্ট, রাস্তাপাকা করণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বিদ্যুতায়ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ক্ষেত্রে বিগত ৪০ বছরে যে উন্নয়ন হয়নি গত ৪বছরে সেই উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জনগণের ভোটে আমি নির্বাচিত হলে কানাইঘাটকে একটি আলোকিত জনপদে পরিণত করব ইনশাআল্লাহ। সেলিম উদ্দিন এমপি রবিবার বিকেল ৪টায় স্থানীয় হারিছ চৌধুরী একাডেমী প্রাঙ্গণে কানাইঘাট লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমবায় সমিতি কতৃক আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সমিতির সভাপতি বিশিষ্ট পাথর ব্যবসায়ী নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাথর ব্যবসায়ী ফখরুল ইসলামের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাপার সিনিয়র সহ-সভাপতি আব্দুশ শহিদ লস্কর বশির,সিলেট জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ডের সদস্য সমিতির সিনিয়র সহ সভাপতি হাজী আলমাছ উদ্দিন,লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান শমসের আলম,উপজেলা সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা জাপার সাধারণ সম্পাদক বাবুল আহমদ,লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাপার সাধারণ সম্পাদক বিশিষ্ট পাথর ব্যবসায়ী বিলাল আহমদ,জাপা নেতা আব্বাস উদ্দিন,ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার ব্যাপস্থাপক মো:সোলাইমান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন কটই, হারিছ চৌধুরী একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি ফখর উদ্দিন, বিশিষ্ট পাথর ব্যবসায়ী হাজি বিলাল আহমদ। সেলিম উদ্দিন এমপি লক্ষীপ্রসাদ পূর্ব ও পশ্চিম ইউপির উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে আরো বলেন, এ এলাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত করার জন্য মমতাজগঞ্জ বাজারের পাশে সুরমা নদীর উপর ৯০ কোটি টাকা ব্যায়ে ব্রীজ নির্মাণের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। পাথর কোয়ারির লোভা নদীর উপর অনুরুপ ব্রীজ নির্মাণ প্রক্রিয়াধীন আছে। এছাড়া সুরইঘাট জিসি-লোভাছড়া-আটগ্রাম সড়কে ৩ কোটি ৪৭লক্ষ টাকা ব্যায়ে ৩০০কি:মি: দুটি ব্রীজ,কালিজুরি খালের উপর ,লোহাজুরি খালের উপর ,রাতারছড়া খালের উপর,ধুপছড়া খালের উপর,ভাল্লুকমারা ধনা বন্ধ মাঝের খালের উপর প্রায় দুই কোটি ব্যায়ে ব্রীজ নির্মাণ করা হয়েছে। হারিছ চৌধুরী একাডেমীর নতুন ভবন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠান,হাট বাজারে লক্ষ লক্ষ টাকা ব্যায়ে উন্নয়ন মূলক কর্মকান্ড,স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন দাবি-দাওয়া এমপির কাছে তুলে ধরা হলে তিনি পর্যায়ক্রমে তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী নজমুল ইসলাম, আজিজুল আম্বিয়া, আব্দুল মুছব্বির, উপজেলা যুব সংহতির আহব্বায়ক শামিম আহমদ, জাপা নেতা আব্দুল কাদির, সেচ্চাসেবক পার্টির আহ্বায়ক জয়নাল আবেদীন, পাথর ব্যবসায়ী সফিকুর রহমান মেনন, আব্দুর রহমান জীবন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আজাদ স্বাধীন,সাংগঠনিক সম্পাদক ওহাহিদুল ইসলামসহ লোভাছড়া পাথর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্ধ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন। ইফতার মাহফিলে সোলার প্যানেলও বিতরণ করেন এমপি সেলিম উদ্দিন।
কানাইঘাট নিউজ ডটকম/০৩ জুন ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়