Saturday, June 9

কানাইঘাটে যুবলীগ নেতার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য উপজেলা রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী যুব সংগঠক আব্দুল্লাহ আল মুমিনের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা শনিবার বিকেল ৫ টায় কানাইঘাট বাজার সেলিম রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আজমল হোসেনের পরিচালনায় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা আজির উদ্দিন, মিলন কান্তি দাস। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা ফরিদ উদ্দিন, জিয়া উদ্দিন, সাহাব উদ্দিন, রইছ উদ্দিন মেম্বার, রুহিন চৌধুরী, কামিল হায়দার, নুরুল ইসলাম সিনিয়র, কামাল আহমদ, কয়ছর আহমদ, জাকারিয়া, আবুল হাসনাত রুহেল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুন রশিদ রাজু, পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রোমান, ছাত্রলীগ নেতা রুবেল আহমদ সাগর, বাণীগ্রাম ইউনিয়ন যুবলীগ নেতা দুলাল আহমদ প্রমুখ। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ইফতার মাহফিলে কানাইঘাট উপজেলা যুবলীগের কার্যক্রম আগামীদিনে আরো শক্তিশালী করার লক্ষ্যে যুবলীগের নেতাকর্মীদের প্রাণের স্পন্দন ত্যাগী ও পরীক্ষিত নেতা আব্দুল্লাহ আল মুমিন কে উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ার জন্য কেন্দ্রীয় ও জেলা যুবলীগের নেতৃবৃন্দের প্রতি নেতাকর্মীরা আহ্বান জানান। 
কানাইঘাট নিউজ ডটকম/০৯জুন ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়