কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট উপজেলার বন্যা দূর্গত ১নং লক্ষীপ্রসাদ পূর্ব, ৩নং দিঘিরপার ও ৪নং সাতবাক ইউপির বিভিন্ন এলাকা পরিদর্শন করে বন্যার্তদের মাঝে কিছু আর্থিক অনুদান প্রদান করেছেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা তারেক হাসান চৌধুরী। দলীয় নেতা কর্মীদের নিয়ে তিনি গত মঙ্গলবার এ তিনটি ইউনিয়নের বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেন। এসময় সুরমা নদীর ভাঙ্গণ কবলিত এলাকা দেখার পাশাপাশি পানিবন্ধি বাড়ি ঘরের বন্যায় আক্রান্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন ছাত্রনেতা তারেক হাসান চৌধুরী। তিনি পানিবন্ধি মানুষের মাঝে জরুরী ভিত্তিতে আরো ত্রাণ সামগ্রী বিতরণের জন্য প্রশাসনকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, বন্যায় দূর্গত এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তাদেরকে সহযোগিতা করার জন্য সরকারের পাশাপাশি সমাজের সকল পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়