নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার উদ্যোগে মাহে রমজানের “সিয়াম, তাকওয়া ও সাদাকাহ” শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল সোমবার বিকেল ৫টায় শাখা প্রাঙ্গণে অনুষ্টিত হয়। শাখা ব্যবস্থাপক মোঃ সোলাইমানের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার আজিজুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ও কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ফয়জুল হক। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রিন্সিপাল সৈয়দ জিল্লুর রহমান, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, থানার ওসি ( তদন্ত ) মোঃ নুনু মিয়া। দোয়া পরিচালনা করেন মাও:হুদুর রহমান। বিশিষ্ট ব্যাক্তিবর্গ,সূধীজন,ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, রমজানের তাকওয়া অর্জন করা প্রত্যেক রোজাদার ব্যাক্তির জন্য হেদায়তের সামিল। ইসলামী ব্যাংক সুদ মুক্ত জীবন ব্যবস্থা গ্রহণ ও যাকাত আদায়ের মাধ্যমে দারিদ্র নির্মূল এবং দেশের উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। সেই সাথে দেশের প্রতিটি দূর্যোগ মুহূর্তে মানবতার কল্যাণে সাড়া দিয়ে মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে ব্যাংকটি। এ জন্য ব্যাংকের গ্রাহকরা সকল ভালো কাজের অংশীদার বলে ব্যাংকের কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন।
কানাইঘাট নিউজ ডটকম/০৪জুন ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়