নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ আসনের এমপি আলহাজ্ব সেলিম উদ্দিনের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন সাবেক ছাত্রনেতা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি কলেজ পরিদর্শক এবং কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি এম.তাজিম উদ্দিন। গত শুক্রবার রাতে তাজিম উদ্দিন সেলিম উদ্দিন এমপির সিলেট শহরস্থ বাসভবনে সাক্ষাৎ করে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য সিলেট বারের বিশিষ্ট আইনজীবি এডভোকেট ফখরুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উদযাপন পরিষদের সভাপতি শিক্ষানুরাগী ফজলূর রহমান, সিলেট জেলা পরিষদের ১৪ নং ওয়ার্ডের সদস্য ইমাম উদ্দিন চৌধুরীসহ স্কুলের শিক্ষকবৃন্ধ। সাক্ষাৎকালে নেতৃবৃন্ধ স্কুলের তৃ-থলা পাকাঁ নতুন ভবন উপহার দেওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে সেলিম উদ্দিন এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেই সাথে সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমে সহযোগিতা ও স্কুল প্রাঙ্গণে দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণে আর্থিক অনুদান প্রদান করায় সেলিম উদ্দিন এমপির প্রতি স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্ধ, শিক্ষক বৃন্ধ ও অভিবাবকদের পক্ষ থেকে কুতজ্ঞতা জানানো হয়।
কানাইঘাট নিউজ ডটকম/০২ জুন ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়