নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের ৭নং বাণীগ্রাম ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে ডুবে যাওয়ায় একটি মেছো বাঘ আশ্রয় নিয়ে ছিল লোকালয়ে। কিন্তু শেষ পর্যন্ত ৬/৭ মাসের বয়সী মেছো বাঘটি জনতার হাতে আটকের পর উদ্ধার অবস্থায় মারা যায়। জানা যায়, বানের পানিতে কানাইঘাট ৭নং দক্ষিন বানীগ্রাম ইউনিয়নের লামা দলইকান্দি গ্রামের আশপাশ এলাকা বন্যার পানিতে প্লাবিত হওয়ায় একটি মেছো বাঘ সবার অগোচরে লামা দলইকান্দি গ্রামের মৃত ছিফত উল্লাহ পুত্র শমছুর উদ্দিনের বসত বাড়ির নির্জন জঙ্গলে আশ্রয় নেয়। রবিবার(১৭ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে
কুকুরের তাড়া খেয়ে মেছো বাঘটি বাড়ির একটি গাছের ডালে আশ্রয় নিলে আশপাশ এলাকার উৎসুক জনতা সেখানে জড়ো হয়ে মেছো বাঘটি ধরার জন্য যার যার মতো চেষ্টা করেন। বাঘটি উৎসুক জনতার হাত থেকে প্রাণ বাঁচাতে গাছের উচু ডাল আকড়ে ধরে। কিন্তু শেষ পর্যন্ত প্রাণে বাঁচতে পারেনি মেছো বাঘটি। থানা পুলিশ এবং জৈন্তা সারি বিট রেঞ্জের অফিসার সফিউল ইসলাম ও বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদের উপস্থিতিতে বিকেল ৫টার দিকে জনতার থাবায় অর্ধমরা মেছো বাঘটি উদ্ধারের কিছুক্ষণ পর মারা যায়।
কানাইঘাট নিউজ ডটকম/১৭জুন ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়