Tuesday, June 12

কানাইঘাটের সাবেক ইউএনও তাহসিনা বেগমের স্বামী শহীদুল হকের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের স্বামী জকিগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা শহীদুল হকের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন কানাইঘাটের বিভিন্ন মহল। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, শহীদুল হক একজন সৎ ও নিষ্ঠাবান প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তিনি জকিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা থাকাকালীন সময় অত্যন্ত সততার মাধ্যমে দায়িত্ব পালন করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক ভাবে প্রশংসিত হয়ে ছিলেন। তার মৃত্যুতে দেশের প্রশাসন সার্ভিস ক্যাডার একজন নিষ্ঠাবান কর্মকর্তা কে হারিয়েছে। শোকাহত পরিবারকে এ শোক কাটিয়ে উঠার ধৈর্য্য ধারনের জন্য মহান আল্লাহ যেন তৌফিক দেন সেই প্রার্থনা আমরা সবাই করছি। শোকাদাতারা হলেন- জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ কানাইঘাট-জকিগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হান্নান, কানাইঘাট পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন, কানাইঘাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহিউদ্দিন,সিলেট শাহ জালাল বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক সাবেক ছাত্রনেতা তাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন, কানাইঘাট সদর ইউপি আওয়ামী লীগের আহবায়ক হোসেন আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহ জাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর,ক্রীড়া সংস্কৃতি-প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান সহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ।

 কানাইঘাট নিউজ ডটকম/১২জুন ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়