Friday, June 1

কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-শিক্ষকদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উদযাপনকে সামনে রেখে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/শিক্ষকদের নিয়ে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা শুক্রবার (১ জুন) বিকেল ৪টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার উদযাপন পরিষদের সভাপতি এ.কে.এম ফজলুর রহমানের সভাপতিত্বে ও কানাইঘাট সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খাজা আজির উদ্দিনের পরিচালনায় উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট থানার অফিসার ইন্চার্জ মোঃ আব্দুল আহাদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি কলেজ পরিদর্শক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম.তাজিম উদ্দিন, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া, ৩নং দিঘীরপার পুর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিন, কানাইঘাট বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলিম উদ্দিন আলিম, ডাঃ কামাল উদ্দিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মতিউর রহমান, সহকারি শিক্ষক আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন সমাজসেবী আব্দুল ওয়াদুদ, আব্দুল্লাহ মামুন, আবুল হাসনাত, খালেদ সাইফুল্লাহ, তাজ উদ্দিন, আব্দুর রহিম, জাহাঙ্গীর আলম, ব্যাংকার মঞ্জুরুল করিম, হারুন রশিদ, ডাঃ সাদিক আহমদ, বিলাল উদ্দিন,
যুবনেতা গোলাম মোস্তফা রাসেল, আল মাহমুদ ছাবিল, এম এ রহিম, কয়েছ আহমদ, সাহাব উদ্দিন, গিয়াস উদ্দিন, শিব্বির আহমদ, সাইফুর রহমান, গোলাম কিবরিয়া প্রমূখ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্কুলের অভিভাবক, ব্যবসায়ী, প্রাক্তন শিক্ষার্থী সহ নানা শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কানাইঘাট থানার অফিসার ইন্চার্জ আব্দুল আহাদ বলেন, ঐতিহ্যবাহী সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উদযাপনকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানে এলাকার সর্বস্থরের মানুষের অংশগ্রহণের মধ্যদিয়ে যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে এতে করে এ শিক্ষা প্রতিষ্ঠান সকল দিক থেকে আরো এগিয়ে যাবে। তিনি আরো বলেন, পবিত্র রমজান মাসে কানাইঘাটের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি উন্নতির পিছনে এলাকার সকল মতের মানুষ পুলিশ প্রশাসন কে সহযোগিতা করায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও দ্রব্য মূল্যের বাজার নিয়ন্ত্রণ এবং মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ সক্ষম হয়েছে। কানাইঘাটকে শান্তির জনপদে পরিনত করতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান তিনি। 

কানাইঘাট নিউজ ডটকম/০১জুন ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়