নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে কানাইঘাট আট মৌজা সমন্বয় পরিষদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল রবিবার বিকেল ৫টায় পৌরসভাস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। আট মৌজার সম্বয় পরিষদের সভাপতি মামুন আহমদের সভাপতিত্বে ও বিশিষ্ট মুরব্বি সংগঠনের সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট্ শিক্ষানুরাগী ব্যক্তিত্ব অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, কানাইঘাট পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, সিলেট বারের বিশিষ্ট আইনজীবি সাবেক ছাত্রনেতা আব্দুল খালিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক খলিল আহমদ, চিত্রশিল্পী বানু লাল দাস, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল লতিফ, আব্দুস সালাম খারই, বাবুল মোহরী, মুজম্মিল মেম্বার, আব্দুল মালিক, নিজাম উদ্দিন, তাজ উদ্দিন, সুহেল আমিন, পৌর কাউন্সিলর ইসলাম উদ্দিন সহ বিভিন্ন পরগনার মুরব্বিয়ান এবং রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও আট মৌজার সর্বস্তরের লোকজন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির অগ্রগতি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল লতিফ।
কানাইঘাট নিউজ ডটকম/১০জুন ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়