নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউপির আগফৌদ নারাইনপুর গ্রামে দু’পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা যায়, সোমবার আগফৌদ নারাইনপুর পূর্ব জামে মসজিদে জোহরের নামাজের পর গ্রামের মৃত কুদরত উল্লাহ’র জানাযার নামাজে গ্রামের বর্তমান ইউপি সদস্য শরিফ উদ্দিন গং ও সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান গংদের লোকজনদের মধ্যে পূর্ব বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কথাকাটির জের ধরে বিকেল আড়াইটার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ সংঘর্ষের সাথে জড়িত থাকার দায়ে ঘটনাস্থল থেকে ইউপি সদস্য শরিফ উদ্দিনের দুই স্ত্রী মনোয়ারা বেগম (৪০) ও রোমানা বেগম (৪৫) এবং অপর পক্ষের মৃত আহমদ আলীর পুত্র শাহাব উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় আজিজুর রহমান পক্ষের মৃত আলা উদ্দিনের পুত্র আহত হেলিম উদ্দিন বাদী হয়ে শরিফ উদ্দিন গংদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য যে আগফৌদ নারাইনপুর গ্রামের ইজমালি সম্পদ নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের ইউপি সদস্য শরিফ উদ্দিন ও সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান গংদের মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি উভয় পক্ষের মধ্যে ১০/১৫ টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা ও চলছে।
কানাইঘাট নিউজ ডট.কম/২৮ মে ২০১৮ ইং।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়