Monday, May 28

কানাইঘাটে নৌকা ডুবিতে নিখোঁজ শিশুর লাশ এখনো পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক:গত রবিবার কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সুরমা নদীতে পাথর বোঝাই একটি বলগেট নৌকার সাথে ধাক্কা লেগে একটি ইঞ্জিন চালিত যাত্রীবাহি নৌকা ডুবে নিখোঁজ এক বছরের শিশু মোশাহীদ আলীর এখনও কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শিশুর স্বজনরা সুরমা নদীর আশপাশ এলাকায় তল্লাশি করে এখনও তার কোন খোজ না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। ধারণা করা হচ্ছে শিশু মুশাহীদ আলির সলিল সমাধি হয়েছে। সুরমা নদীর প্রবল স্রোতে তার লাশ নদীর তল দেশে তলিয়ে গেছে। এ দিকে নৌকা ডুবিতে গুরুতর আহত শিশুটির মা স্থানীয় কুওর ঘড়ি গ্রামের কয়ছর আহমদের স্ত্রী হাসনা বেগমকে সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুপুত্রকে হারিয়ে বার বার তিনি মূর্ছা যাচ্ছেন। 

উল্লেখ্য যে গত রবিবার দুপুর ১২টার দিকে সুরমা নদীর কানাইঘাট মন্দিরঘাট এলাকায় একটি পাথর বোঝাই বলগেট নৌকার সাথে ধাক্কা লেগে যাত্রীবাহি একটি নৌকা ডুবে বেশ কয়েকজন আহত হন। এসময় মায়ের কোল থেকে শিশু মোসাহীদ আলী নদীর পানিতে তলিয়ে যায়। 


কানাইঘাট নিউজ ডট.কম/২৮ মে ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়